1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

৫০০ মিটার কাগজে কোরআন লিখে কাশ্মিরি যুবকের বিশ্বরেকর্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৮৩ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক

প্রথম দিকে ১,৫০০ মিটার লম্বা কাগজে কোরআন হাতে লেখার পরিকল্পনা করেন তিনি। কিন্তু বাজেটের কারণে তিনি তা করতে পারেননি।

কাশ্মিরের গুরেজ ভ্যালির বন্দিপরার বাসিন্দা মুস্তাফা-ইবন-জামিল ৫০০ মিটার লম্বা কাগজে সম্পূর্ণ কোরআন লিখে বিশ্বরেকর্ড গড়েছেন। তিনি মাত্র সাত মাসে এই কোরআন লেখার কাজ শেষ করেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সম্প্রতি মুস্তাফার বানানো কোরআনসহ একটি ভিডিও টুইটারে আপলোড করেছেন কাশ্মিরি ফটোসাংবাদিক বাসিত জাগার। ভিডিওর ক্যাপশনে তিনি বলেন, “২৭ বছর বয়সী কাশ্মিরি ক্যালিগ্রাফার মুস্তাফা-ইবন-জামিল মাত্র সাত মাসে ৫০০ মিটার কাগজে কোরআন লিখে বিশ্বরেকর্ড ভেঙেছেন।”

তার এই কোরআন লিঙ্কন বুক অব রেকর্ডে জায়গা করে নিয়েছে। তিনি প্রতিদিন ১৮ ঘণ্টা করে এই কাজ করতেন।

লিঙ্কন বুক অব রেকর্ডস তার কৃতিত্বকে বিশ্ব রেকর্ড হিসেবে বিবেচনা করছে এবং মুস্তাফা-ইবন-জামিলকে পুরস্কৃত করেছে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মুস্তাফা ১৪.৫ ইঞ্চি চওড়া এবং ৫০০ মিটার লম্বা কাগজে কুরআন লিখেছেন।

মুস্তাফা-ইবন-জামিল গণমাধ্যমকে বলেন, “আমি ২০১৭ সালে প্রথম কোরআন হাতে লিখি। এরপর থেকে এখন পর্যন্ত তিনটি কপি হাতে লিখেছি। অনেক ধৈর্য এবং সংকল্প নিয়ে এই কাজটি শেষ করতে হয়েছে। আল্লাহর রহমতে কাজটি শেষ করে রেকর্ড বইয়ে নাম লেখাতে পেরেছি।”

তিনি জানান, প্রথম দিকে ১,৫০০ মিটার লম্বা কাগজে কোরআন হাতে লেখার পরিকল্পনা করেন। কিন্তু বাজেটের কারণে তিনি তা করতে পারেননি।

মুস্তাফা-ইবন-জামিল বলেন, “আমার পরিকল্পনা ছিল ১,৫০০ মিটার কাগজে কোরআন লেখার। সেটা করতে না পারায় ৫০০ মিটার কাগজে লিখেছি। এই কোরআন লিখতে আমার আড়াই লাখ রুপি খরচ হয়েছে। আর এই কাজে আমাকে আমার নিকটাত্মীয়রা সহায়তা করেছেন।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST