1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

ইউক্রেনের প্রথম শস্যবাহী জাহাজ বন্দর ছাড়ার অপেক্ষায়

  • প্রকাশিত: শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৪৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের প্রথম শস্যবাহী জাহাজটি বন্দর ছাড়ার সংকেতের জন্য অপেক্ষা করছে  বলে শুক্রবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

খাদ্যশস্য রপ্তানি আবার শুরু করার জন্য জাতিসংঘের নেতৃত্বে একটি চুক্তি হওয়ার এক সপ্তাহ পর আকস্মিকভাবে চোরনোমর্স্ক বন্দর পরিদর্শনের সময় জেলেনস্কি এ কথা বলেন।

রাশিয়া ইউক্রেনের বন্দর অবরোধ করার ফলে বিশ্বজুড়ে খাদ্যের ঘাটতি দেখা দেওয়ার পাশাপাশি দাম বেড়েছে।

ইউক্রেন থেকে প্রথম শস্যবাহী জাহাজ ছাড়ার তোড়জোড়টি তাৎপর্যপূর্ণ হলেও একে বড় সরবরাহ রুট চালু হওয়ার চেয়ে মূলত পরীক্ষামূলক উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে।

ওডেসা শহরের দক্ষিণে অবস্থিত চোরনোমর্স্ক বন্দরে বেশ কয়েক সপ্তাহের মধ্যে প্রথম কার্যকলাপ দেখা যাচ্ছে। বন্দরে কিছু টাগবোট এদিক ওদিক ঘোরাফেরা করছিল। আর সেখানে একটিমাত্র জাহাজকে অবস্থান পরিবর্তন করতে দেখা যায়।

চোরনোমর্স্ক জাহাজ ছাড়ার সবুজ সংকেতের জন্য অপেক্ষারত তিনটি কৃষ্ণ সাগরীয় বন্দরের একটি। কর্মকর্তারা বলছেন, এখন ১৭টি জাহাজ ৬ লাখ টন পণ্য নিয়ে অপেক্ষা করছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

শুক্রবারই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে আলোচনায় শস্য রপ্তানির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর তাদের মধ্যে এই প্রথমবার কথা হলো।

ব্লিঙ্কেন বলেছেন, তিনি তার রুশ প্রতিপক্ষের সঙ্গে ‘অকপট এবং সরাসরি’ কথোপকথন করেছেন। তাকে বলেছেন, রাশিয়াকে অবশ্যই ইউক্রেন থেকে শস্য রপ্তানির সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিকে সম্মান করতে হবে এবং বিশ্ব ইউক্রেনের ভূখণ্ডের রাশিয়ার সঙ্গে সংযুক্তি মেনে নেবে না।

সূত্র: বিবিসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST