বাংলাদেশ আওয়ামী লীগের শোকাবহ আগষ্টের মাস ব্যাপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসুচিতে আজ ৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি, জোটের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মেহেদী হাসান মিন্টু ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সি মহিউদ্দিন। জেলা আওয়ামী লীগ উপ প্রচার প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর বিজু। জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জোটের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল হোসেন খান সহ নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন জোটের জেলা শাখার সভাপতি মোঃ কেরামত আলী মোল্লা। সঞ্চালনায় জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক মীর আজাদ।