1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ৪

  • প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৬৪ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
বিমান হামলার পর আগুনের কুণ্ডলী দেখা যায়সংগৃহীত

অনলাইন ডেস্ক

চলতি সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযানের সময় ফিলিস্তিনি গোষ্ঠীর এক নেতাকে গ্রেপ্তার করা হলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

শুক্রবার (৫ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যার পরপরই এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরা ও বিবিসির।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পাঁচ বছর বয়সী এক শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।

এক বিবৃতিতে ফিলিস্তিনের গাজার জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদ জানায়, তাদের সংগঠনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের অন্যতম কমান্ডার তাইসির আল-জাবারির মৃত্যুতে শোক জানানো হয়েছে।

চলতি সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযানের সময় ফিলিস্তিনি গোষ্ঠীর এক নেতাকে গ্রেপ্তার করা হলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর থেকেই হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST