চিত্রনায়ক শাকিল খান বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম নেতা। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করছেন সাবেক ছাত্রলীগ নেতা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চিত্রনায়ক শাকিল খান।
শাকিল খান আমাদের প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, আমি ১৯৮৩ সালে ছাত্র জীবনে ছাত্রলীগ করেছি। ১৯৯৪ সালে চলচ্চিত্রে আসার পর আলমগীর কুমকুম ভাই ও সারাহ বেগম কবরী আপা আমাকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সদস্য করে। আমরা আওয়ামীলীগ এর দুঃসময়ের দুর্দিনের মানুষ। আমার পরিবার আওয়ামী পরিবার, আমার পরিবারে মুসলিম লীগার কেও ছিলনা, বাম রাজনীতি করে নাই। আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করি। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শের বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনার হাত-কে শক্তিশালী করার জন্য কাজ করছি।
শাকিল খান আরও বলেন, কিছু সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাতারাতি আওয়ামী লীগার হয়ে গেছেন নিজেদের স্বার্থের জন্য, ভাগ্য পরিবর্তন করার জন্য, আগে যে আদর্শ তা ত্যাগ করে। এরা আওয়ামী লীগের দুঃসময় এলে কখনোই থাকবেনা। আমি বেইমানি করতে শিখিনি আজ থেকে ৪৫ বছর আগে আলমগীর কুমকুম, সারাহ বেগম কবরী, চিত্রনায়ক আলমগীর, অরুন সরকার রানা এর নেতৃত্বে গঠিত এই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
চলচ্চিত্র অঙ্গনে আসার পর থেকে তাদের কর্মী হিসেবে শুরু করি। কবরী আপার মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে ছিলাম। যারা কবরী আপার সাথে ছিল না তারা মীরজাফর, খন্দকার মোশতাকের বংশধর। তারা জননেত্রী শেখ হাসিনার সাথে বেইমানি করতে পারেন। যেমন খন্দকার মোশতাক করেছিল। চিত্রনায়ক শাকিল খান শেষে বলেন, আমি বর্তমানে এখনও আলমগীর ভাই ও অরুন সরকার রানা দাদার সাথে আছি এবং কাজ করে যাচ্ছি।