1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

যে কোনো ভিসায় করা যাবে ওমরাহ

  • প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৮৪ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাহ যাত্রীকে স্বাগত জানানো হচ্ছে/ সংগৃহীত
অনলাইন ডেস্ক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ বাস্তবায়নে ওমরাহ পালনকে আরও সহজ করতে এসব সুবিধা দেওয়া হয়েছে

সৌদি আরবে এখন থেকে যেকোনো ভিসায় ওমরাহ পালন করা যাবে বলে জানিয়েছে দেশটির হজবিষয়ক মন্ত্রণালয়। এছাড়া পাঁচ বছরের কম বয়সীদের নিয়ে মক্কার মসজিদুল হারামে প্রবেশেও আর অনুমতি নিতে হবে না।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বৃহস্পতিবার (১১ আগস্ট) হজবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ বাস্তবায়নে ওমরাহ পালনকে আরও সহজ করতে এসব সুবিধা দেওয়া হয়েছে।

এজন্যে ৪৯টি দেশের নাগরিকদের পর্যটন ভিসা দেবে সৌদি। অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন এসব দেশের নাগরিকরা। যোগ্য বিবেচিত আবেদনকারীরা সৌদি বিমানবন্দর থেকে টুরিস্ট ভিসা পাবেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং শেনজেন ভিসাধারীরা সৌদি আরবে বেড়ানোর পাশাপাশি ওমরাহ পালন করতে পারবেন। যারা পরিবার ভিসায় সৌদি যাবেন, তাঁরাও ‘‘ইতমারনা অ্যাপে’’ ওমরাহ পালনের আবেদন করতে পারবেন।

টুইটে হজ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়াই এখন থেকে মা-বাবা পাঁচ বছরের কম বয়সী সন্তানদের নিয়ে কাবা শরিফের মসজিদে যেতে পারবেন। তবে পাঁচ বছরের বেশি বয়সীদের ‘‘ইতমারনা অ্যাপের’’ মাধ্যমে আবেদন করে অনুমতি নিতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST