১৫ আগস্ট শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জলন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে ১৫ আগস্ট নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কার্যকরী সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন জোটের নেত্রী চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, চিত্রনায়ক শাকিল খান, চিত্রনায়িকা শাহনুর, অরুন সরকার রানা, কবি মুনা চৌধুরী, সাংবাদিক সুজন হালদার, ড. মিজানুর রহমান,রাজ সরকার সহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।