1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

গালি দিতে পুলিশকে ১২ হাজার বার কল, মার্কিন নারী গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৭৭ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
প্রতীকী ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক

গত আট মাসে কার্লা ১২ হাজার ৫১২ বার ফোন করেছেন. আর গালাগালিও করেছেন

নম্বরটি জরুরি যোগাযোগের। স্বাভাবিকভাবেই সেখানে সহায়তার জন্যে কল আসবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারী যেন সেটা মানতে নারাজ। তিনি জরুরি যোগাযোগের নম্বরে ফোন করতেন গালিগালাজ করার জন্যে। সেটাও এক-দুবার নয়। পুলিশকে তিনি গত আট মাসে কল দিয়েছেন ১২ হাজার ৫১২ বার। বিরক্তির চরমে এসে পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে ঘটেছে এ ঘটনা। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ বলছে, পিনেলাস কাউন্টির বাসিন্দা কার্লা জেফারসন প্রায় দিনই ৯১১-তে ফোন করতেন। কর্মকর্তারা ফোন তুলতেই তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন। গত আট মাসে কার্লা ১২ হাজার ৫১২ বার ফোন করেছেন। আর গালাগালিও করেছেন।

সেন্ট পিটার্সবার্গ পুলিশের মুখপাত্র ইয়োলান্ডা ফার্নান্ডেজ ফক্স ১৩-কে বলেছেন, এটা এমন বিষয় নয় যে, ফোন করে পুলিশকে দু’দিন গালাগাল দিলাম। এই নারী সব সীমা ছাড়িয়ে গিয়েছেন।

ফার্নান্ডেজ জানান, গত মাসে একবার ২৪ ঘণ্টায় ৫১২ বার ফোন করেছেন তিনি। প্রথমে তার সঙ্গে খুব ভদ্র ভাবেই কথা বলতেন কর্মকর্তারা। কিন্তু ক্রমশ তার হেনস্থা করার সীমা ছাড়িয়ে যাচ্ছিল, আর সে কারণেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সংবাদ মাধ্যম বলছে, গত জুন মাসে ওই নারীকে ফোন না করার অনুরোধ জানিয়ে চিঠিও দেওয়া হয়েছিল।

পুলিশ বলছে, ওই নারী আগেও অপরাধ করে গ্রেপ্তার হয়েছে ও কয়েক বছর কারাগারে কাটিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST