1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

বিচার বিভাগের বিরুদ্ধেই মামলা ঠুকলেন ট্রাম্প

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২০২ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ডোনাল্ড ট্রাম্প-ছবি: এএফপি
অনলাইন ডেস্ক

বাড়িতে এফবিআইয়ের অভিযানকে কেন্দ্র করে গত সোমবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জাতীয় নিউজ ২৪

Advertisements

মামলায় জব্দ করা নথি নিয়ে বিচার বিভাগের চলমান তদন্ত সাময়িকভাবে স্থগিত করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ট্রাম্প। এফবিআইয়ের জব্দ করা ওই নথিগুলো খতিয়ে দেখতে নিরপেক্ষ আইনজীবী নিয়োগেরও দাবি জানানো হয়েছে তাঁর মামলায়।

ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি নিয়ম মেনে সঠিকভাবে সংরক্ষণ না করার অভিযোগের তদন্ত চলছে। নিয়ম অনুসারে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিজেদের সব নথি ও ই-মেইল ন্যাশনাল আর্কাইভে স্থানান্তর করতে হয়।

২০২১ সালের জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার পর ট্রাম্প সে নিয়ম না মেনে হোয়াইট হাউস থেকে কোনো নথি নিজের মালিকানাধীন রিসোর্ট ফ্লোরিডার মার-আ-লাগোতে নিয়ে গেছেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত করছে এফবিআই। ট্রাম্প এ রকম কিছু করেননি বলেই দাবি করেছেন। পাশাপাশি বলেছেন, যে নথিগুলো এফবিআই জব্দ করেছে, তা আর রাষ্ট্রীয়ভাবে গোপনীয় তালিকাভুক্ত ছিল না।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সব মিলিয়ে ট্রাম্পের মামলার ২৭ পৃষ্ঠার একটি নথি জমা দেওয়া হয়েছে ফ্লোরিডার আদালতে। ওই নথিতে ট্রাম্পের আইনজীবীরা বিচার বিভাগের অনুসন্ধান প্রসঙ্গে বলেছেন, এটি ‘অহেতুকভাবে’ করা হচ্ছে। তাঁদের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পকে আবারও নির্বাচনে দাঁড়ানো থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই তা করা হচ্ছে।

মামলায় আরো দাবি করা হয়, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ নাগরিকদের সুরক্ষা দেওয়া। এটি রাজনৈতিক উদ্দেশ্যে অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়।

এদিকে সংক্ষিপ্ত এক বিবৃতিতে বিচার বিভাগ জানিয়েছেন, তাঁদের আইনজীবীরা ট্রাম্পের মামলার ব্যাপারে জানেন এবং এর জবাব আদালতেই দেবেন।

সূত্র : বিবিসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST