এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের উড়িয়ে দিল আফগানিস্তান। দুর্দান্ত বোলিংয়ে হাসারাঙাদের অল্ড রানে গুটিয়ে দেওয়ার পর গুরবাজের ব্যাটিং ঝড়ে ৮ উইকেটে জিতে দাপটের সাথে এশিয়া কাপ শুরু করল আফগানরা।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে মাত্র ১০৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ১০.১ ওভারেই ৫৯ বল আগেই জয়ের বন্দরে পৌছে যায় নবীর দল। বলের হিসেবে এশিয়া কাপের ইতিহাসের এটিই সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এছাড়াও লঙ্কানদের বিপক্ষে এই প্রথম ম্যাচ জয়ের ইতিহাসও গড়েছে আফগানরা।
রান তাড়ায় ঝড়ো সূচনা করেন আফগান দুই ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ও হযরতুল্লাহ জাজাই। পাওয়ারপ্লের ৬ ওভারে ৮৩ রানের জুটি গড়েন দুজন। এরপর ১৮ বলে ৪০ রান করে গুরবাজ ফিরলেও ২৮ বলে ৩৭ রানে অপরাজিত থেকে দলকে জেতান জাজাই।
এর আগে শুরুটা করেছিলেন ফজলহক ফারুকি। প্রথম ওভারের পঞ্চম ডেলিভারিতে তার করা বলটা মিডল-অফ স্টাম্পে গুড লেন্থে পড়ে একটু সুইং নিয়ে চলে যায় লেগ স্টাম্পে। স্কয়ার লেগ অঞ্চলে ফ্লিক করে পাঠাতে চেয়েছিলেন কুশল মেন্ডিস, ব্যাটে বলে হয়নি, বল গিয়ে সোজা আঘাত হানে প্যাডে। শুরুতে আম্পায়ার সায় না দিলেও রিভিউ নিয়ে সফল হয় আফগানরা, পায় প্রথম উইকেটের দেখা।
এরপরের বলে আরও এক সফলতা। এবার বাঁহাতি ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা বনলেন ফারুকির শিকার। লেন্থ বলটা অফ স্টাম্পের একটু বাইরে পড়ে আসালঙ্কাকে চমকে দিয়ে ঢোকে ভেতরে। এলবিডব্লিউর আবেদনে এবার সফলতা পায় আফগানরা।
পরের ওভারের শেষ বলে পাথুম নিসাঙ্কা প্রতি আক্রমণে চমকে দিতে চেয়েছিলেন প্রতিপক্ষকে। নাভিন উল হকের অফ স্টাম্পের একটু বাইরে পড়া বলটাকে তুলে দিতে চেয়েছিলেন কভারের একটু ওপর দিয়ে। সে চেষ্টায় ব্যর্থ তো তিনি হয়েছেনই, উল্টো তার ‘ব্যাট ছুঁয়ে’ বলটা গিয়ে জমা পড়েছে উইকেটরক্ষক রাহমানউল্লাহ গুরবাজের হাতে।
সে সিদ্ধান্ত রিভিউ করেন নিসাঙ্কা। ব্যাটে বলের কোনো ছোঁয়ার প্রমাণ আল্ট্রাএজেও দেখা যায়নি। তবু আম্পায়ার নিজের সিদ্ধান্তেই অটল থাকেন। যা বিতর্কের জন্ম দিতে পারে বৈকি!
শুরুর ধাক্কা আর পরে সামাল দিতে পারেননি লঙ্কানরা। আম্পায়ারের ভুলের পর এবার নিজেদের ব্যাটারদের ভুল বুঝাবুঝিতে আউট হন দলের একমাত্র হাল ধরা রাজাপাকসেও। তিনি ফিরেন দলের সর্বোচ্চ ২৯ বলে ৩৮ রান করে। এরপর চামিকা করুনাত্নের ৩১ রানের ইনিংসে ১৯.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয় লঙ্কানরা।
আফগানিস্তানের হয়ে ফজল হক ফারুকি সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়াও ২ টি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও মুজিব।
Best victories in Asia Cup wrt balls remaining (T20Is):
59 balls by AFG – vs SL 2022*
59 balls by IND – vs UAE 2016
27 balls by IND – vs PAK 2016By Wickets:
09 by IND – vs UAE 2016
08 by AFG – vs SL 2022*
08 by IND – vs BAN 2016
07 by PAK – vs UAE 2016#SLvAFG | #AsiaCup2022— Abdullah Jan (@statsofABD) August 27, 2022