1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

বন্যা এবং হড়পা বানে আফগানিস্তানে মৃত ২০০, আন্তর্জাতিক সাহায্য চায় তালিবান

  • প্রকাশিত: রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২০৯ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
বৃষ্টি ও হড়পা বানের জেরে বিধ্বস্ত আফগানিস্তানের বিস্তীর্ণ অংশ। ছবি: রয়টার্স।
অনলাইন ডেস্ক

বৃষ্টিতে এবং হড়পা বানের কারণে সব চেয়ে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের মধ্য এবং পূর্বাঞ্চল। সেখানে অন্তত তিন হাজার বাড়ি ভেঙে পড়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

গত কয়েক সপ্তাহ ধরে চলা ধারাবাহিক বৃষ্টি ও হড়পা বানের জেরে বিধ্বস্ত আফগানিস্তানের বিস্তীর্ণ অংশ। চলতি মাসের গোড়ায় প্রবল বর্ষা শুরু হওয়ার পর বন্যা পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা ২০০ ছুঁয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে তালিবান সরকার।

তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ শুক্রবার বলেন, ‘‘পূর্ব আফগানিস্তানে বন্যার কারণে ১৮০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। কয়েক হাজার গবাদি পশুরও মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে তিন হাজারেরও বেশি বাড়ি। দেশে অর্থনৈতিক ও মানবিক সঙ্কটের আবহে বন্যা পরিস্থিতির কারণে সমস্যা আরও বেড়েছে।’’

জাতীয় নিউজ ২৪

Advertisements

জবিউল্লা জানিয়েছেন, চলতি বছরে খরা, ভূমিকম্পের কারণে আফগানিস্তানে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তিনি বলেন, ‘‘বিপর্যয়ের এই আবহে ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান আন্তর্জাতিক সাহায্যের আবেদন করছে।’’ রাষ্ট্রপুঞ্জের রাষ্ট্রপুঞ্জের ‘শিশু তহবিল’ সংকান্ত্র সংস্থা ইউনিসেফের আফগানিস্তান বিভাগের প্রধান অ্যান কিন্ড্রচ্‌ক চলতি সপ্তাহে আফগানিস্তানের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। তিনি বলেছেন, ‘‘বহু এলাকায় বন্যাদুর্গত মানুষ আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন। তাঁদের জন্য অবিলম্বে আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন।’’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST