প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে গতকাল রবিবার ৭.৬ মাত্রার ভূমিকম্পে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে রাস্তা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের কারণে বেশ কয়েকজন আহত হয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, মাটির ৬১ কিলোমিটার নিচে ভূমিকম্পটির উৎপত্তি। কম্পনের তীব্রতার কারণে পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা বাতিল করা হয়। উৎপত্তিস্থল থেকে ৪৮০ কিলোমিটার দূরে রাজধানী পোর্ট মোর্সবিতেও ভূমিকম্পটি অনুভূত হয়।