জাতীয় নিউজ ২৪
কিংবদন্তির মহাপ্রয়াণ। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কিংবদন্তি ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনা! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০। আর্জেন্টাইন কিংবদন্তির এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না ফুটবল দুনিয়া।
এইতো কদিন আগেই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চিকিৎসকদের পরামর্শে ভর্তি হয়েছিলেন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে। ম্যারাডোনার তো নতুন জীবন শুরু হওয়ার কথা ছিল, উল্টো সবাইকে কাঁদিয়ে চলে গেলেন!
ফুটবল ঈশ্বরকে হারিয়ে শোকে মাতাল আর্জেন্টিনা। তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এক শোক বার্তায় বুধবার দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ এ ঘোষণা দিয়েছেন।
নেপলসের সান পাওলো স্টেডিয়ামের বাইরে আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক জানাতে জনতার ভিড়।
তিনি জানান, ‘আপনি আমাদের বিশ্বের মধ্যে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আমাদের আনন্দের বন্যায় ভাসিয়েছিলেন। আপনি সর্বকালের সেরা ছিলেন। আপনার আগমনের জন্য ধন্যবাদ, দিয়েগো ম্যারাডোনা। আমরা সারা জীবন আপনাকে স্মরণ করব। আজকের দিনটি সকল আর্জেন্টাইনের জন্য খারাপ একটি দিন। শোকের দিন। আমার সন্দেহ হয় ম্যারাডোনার মতো খেলোয়াড় আমরা হয়তো আর দেখব না।’
ম্যারাডোনার দেশ আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন টুইটারে শোক জানিয়েছে এভাবে, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার মাধ্যমে আমাদের কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছি। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।’
সর্বকালের সেরা ফুটবলারের তর্কে যার সঙ্গে সবসময় প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেই ব্রাজিল কিংবদন্তি পেলেও বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ। রয়টার্সের সঙ্গে আলাপে পেলে বলেন, ‘এমন একজন বন্ধুকে হারানোর মতো দুঃখের সংবাদ পেলাম। ঈশ্বর তার পরিবারকে শোক সইবার শক্তি দিন। অবশ্যই, একদিন স্বর্গে আমরা একসঙ্গে ফুটবল খেলব।’
Brazil legend Pele's tribute to Diego Maradona: "One day we'll kick a ball together in the sky above." ♥️ #RIPDiego pic.twitter.com/GLMA27Y7Q7
— Emma Sanders (@em_sandy) November 25, 2020
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ‘ঈশ্বরের হাত’খ্যাত গোল করেছিলেন ম্যারাডোনা। সে ম্যাচে প্রতিপক্ষ দলে থাকা ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকারও আর্জেন্টাইন জাদুকরকে সর্বকালের সেরা মানেন।
এক টুইট বার্তায় লিখেছেন, ‘আর্জেন্টিনা থেকে খবর এল ম্যারাডোনা আর নেই। আমার প্রজন্মের সেরা ফুটবলার। তর্কহীনভাবে সর্বকালের সেরা। অবশেষে ‘ঈশ্বরের হাতে’ নিজেকে সপে দিয়ে শান্তি হয়তো পাবে।’
Reports from Argentina that Diego Armando Maradona has died. By some distance the best player of my generation and arguably the greatest of all time. After a blessed but troubled life, hopefully he’ll finally find some comfort in the hands of God. #RipDiego
— Gary Lineker (@GaryLineker) November 25, 2020
ম্যারাডোনার উত্তরসূরী আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সকল আর্জেন্টাইন ও সারাবিশ্বের সবার জন্য কষ্টের একটি দিন। তিনি আমাদের ছেড়ে গেছেন কিন্তু চলে যাননি। দিয়েগো অমর। আমি তার সঙ্গে কাটানো সকল সুন্দর মুহূর্ত নিজের কাছে রেখে দিয়েছি। তার পরিবার ও কাছের বন্ধুদের জন্য আমার সহমর্মিতা। শান্তিতে থাকুন ম্যারাডোনা।’
”Even if I played for a million years, I’d never come close to Diego Maradona. Not that I would want to anyway. He’s the greatest there’s ever been.”
– Lionel Messi pic.twitter.com/hKAc7RIQMY
— 433 (@433) November 25, 2020
পর্তুগাল এবং জুভেন্টাসের ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আজ আমি একজন বন্ধুকে বিদায় বলছি আর বিশ্ব বিদায় বলছে চিরায়ত এক প্রতিভাকে। আমাদের সময়ের অন্যতম সেরা একজন। অতুলনীয় এক জাদুকর। তিনি একটু তাড়াতাড়িই চলে গেলেন। কিন্তু রেখে গেলেন অগণিত ভক্ত। এ শূন্যতা পূরণ হওয়ার নয়। ওপারে ভালো থাকবেন। আপনাকে কখনও ভুলব না।’
ক্লদিও ক্যানিজিয়া ম্যারাডোনার অত্যন্ত ঘনিষ্ঠজন। তিনি বলেন, আমি খবরে মর্মাহত, বিধ্বস্ত, সে আমার আত্মার ভাই … আমি আশা করি আপনারা বুঝতে পারবেন, এই মুহূর্তে আমি ভাষা হারিয়ে ফেলেছি, আমার কোন কথা নেই। আমি কেবল আপনার পরিবারকে বলতে চাই যে আমি শোকাহত ব্যথিত, আমি আপনাদের সাথে রয়েছি।
স্বদেশি ক্লাব বোকা জুনিয়র্সে দুই দফায় ১৯৮১-৮২ এবং ১৯৯৫-৯৭ মৌসুমে খেলেছেন ম্যারাডোনা। তারা শোক জানিয়েছে এভাবে, ‘অশেষ ধন্যবাদ। অমর দিয়েগো।’
লা লিগার ক্লাব বার্সেলোনাতেও খেলেছেন ১৯৮২ থেকে ১৯৮৪ পর্যন্ত। তারা লিখেছে, ‘এফসি বার্সেলোনা আমাদের ক্লাবের খেলোয়াড় এবং বিশ্ব ফুটবলের আইকন দিয়েগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছে। ওপারে ভালো থাকবেন দিয়েগো। সবকিছুর জন্য ধন্যবাদ।’
FC Barcelona expresses its deepest condolences regarding the death of Diego Armando Maradona, a player for our club (1982-84) and an icon of world football. Rest in peace Diego
— FC Barcelona (@FCBarcelona) November 25, 2020
Thank you for everything, Diego pic.twitter.com/bJ9l3ixY7A
— FC Barcelona (@FCBarcelona) November 25, 2020
💙❤ Always in our memory pic.twitter.com/FM2qPkekuI
— FC Barcelona (@FCBarcelona) November 25, 2020
১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত প্রায় সাত বছর নাপোলিতে খেলেছেন ম্যারাডোনা। ইতালিয়ান ক্লাব নাপোলিকে বিশ্বদরবারে পরিচিত করে তুলেছিলেন তিনি। কিংবদন্তির এমন বিদায়ে শোকাহত তার ক্লাব। এক বিবৃতিতে তারা বলেছে, ‘শহর ও ক্লাবের জন্য অনেক বড় এক ধাক্কা। আমরা শোকাহত। মনে হচ্ছে একজন মুষ্টিযোদ্ধা ছিটকে গেলেন। আমরা স্তম্ভিত। সবসময় আমাদের হৃদয়ে থাকবে, দিয়েগো।’
Always in our hearts 💙
Ciao, Diego pic.twitter.com/I2gTWqdtdB
— Official SSC Napoli (@en_sscnapoli) November 25, 2020
আর্জেন্টাইন ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে ম্যারাডোনা খেলেছেন ১৯৯৩-৯৪ মৌসুমে। তারাও ঘরের ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ। ক্লাবটি লিখেছে, ‘কিছু বলার ভাষা নেই। ওপারে ভালো থাকবেন দিয়েগো।’
লা লিগার আরেক সফল ক্লাব রিয়াল মাদ্রিদ শোক জানিয়ে লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ এবং এর প্রেসিডেন্ট বিশ্ব ফুটবলের কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক জানাচ্ছে। তার পরিবার, বন্ধু, ক্লাব এবং সকল ফুটবল ভক্ত বিশেষ করে আর্জেন্টিনার, তাদের জন্য সমবেদনা। তিনি অসংখ্য ভক্তকুল রেখে গেছেন। বিশ্বজুড়ে লাখো ভক্তের কাছে কিংবদন্তি তিনি।’
১৯৮৬ সালে আর্জেন্টিনাকে একক নৈপুণ্যে বিশ্বকাপ জেতানোর জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন এই কিংবদন্তি ফুটবলার।