1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

প্রভাব বিস্তারে বিদেশে কোটি কোটি ডলার খরচ রাশিয়ার: মার্কিন রিপোর্ট

  • প্রকাশিত: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪২ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ভ্লাদিমির পুতিন- ছবি: ইপিএ/বিবিসি
অনলাইন ডেস্ক

বিশ্বের ১৪টিরও বেশি দেশে রাজনীতিকদের ওপর প্রভাব বিস্তারে রাশিয়া ২০১৪ সাল থেকে ৩০ কোটি ডলারের বেশি খরচ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

জাতীয় নিউজ ২৪

Advertisements

গত মঙ্গলবার এক মার্কিন গোয়েন্দা মূল্যায়ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সে মূল্যায়নে উল্লেখিত তথ্য-উপাত্তের ভিত্তিতেই এ অভিযোগের তীর ছুড়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মন্তব্য করেছেন, ‘আমরা ধারণা করছি এটি শুধু হিমশৈলের পানির ওপর ভেসে থাকা অংশ মাত্র।’

রাশিয়া তাত্ক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের এ অভিযোগ প্রসঙ্গে মন্তব্য করেনি। মস্কো নিজেও অতীতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অন্য দেশে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে।

নাম না প্রকাশের শর্তে ফোনালাপে বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ‘মূল্যায়ন হচ্ছে, এটি ন্যূনতম অঙ্ক। রাশিয়া হয়তো আরো তহবিল হস্তান্তর করেছে যা শনাক্ত হয়নি।’

তবে রাশিয়া কোন দেশগুলোতে প্রভাব বিস্তারে অর্থ খরচ করেছে, সে বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি। শুধু জানানো হয়েছে, এর ব্যাপ্তি চার মহাদেশ জুড়ে।

বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা দাবি করেন, মার্কিন গোয়েন্দা মহল গোপনে ওই দেশগুলোকে অবহিত করে আসছে। তবে, কী জানানো হচ্ছে, তা গোপনীয় রাখা হবে।

এদিকে, রাশিয়া সম্পর্কিত নতুন এ তথ্যের ব্যাপারে জানেন এমন এক প্রশাসনিক সূত্র বলেছেন, আলবেনিয়ার ২০১৭ সালের নির্বাচনের সময় মধ্য ডানপন্থী গণতান্ত্রিক দলের পেছনে পাঁচ লাখ ডলার খরচ করেছিল রাশিয়া। এ ছাড়াও বসনিয়া, মন্টেনিগ্রো এবং মাদাগাস্কারের বিভিন্ন দল ও প্রার্থীর পেছনেও খরচ করেছে তারা।

অন্যদিকে, ইউরোপীয় কোনো দলের পেছনে অর্থ খরচে এবং অন্যত্র প্রভাব কিনতে গঠন করা হয়েছিল কল্পিত প্রতিষ্ঠানও।

সূত্র: বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST