সারাবিশ্বে করোনাভাইরাস নতুনভাবে সংক্রমণের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান বলেছেন, এই মহামারি শেষ করার সুযোগটি বিশ্বের দেশগুলোকে কাজে লাগাতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম ঘেব্রেয়াসুস গতকাল বুধবার ভাচুয়ালি সংবাদ সম্মেলনে বলেছেন, মহামারি শেষ করার জন্য আমরা কখনো ভালো অবস্থানে ছিলাম না।
২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে চীনে প্রথম করোনা শনাক্ত হয়। পরে তা মহামারি আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনায় বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬০ কোটি ৫০ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ৬৪ লাখ মানুষ।
ডাব্লিউএইচও প্রধান বলেছেন, ২০২০ সালের মার্চের পর গত সপ্তাহে বিশ্বে করোনার সবচেয়ে কম নিশ্চিত সংক্রমণ দেখা গেছে। মহামারি শেষ করার জন্য আমরা কখনোই অধিকতর ভালো অবস্থানে ছিলাম না। আমরা এখনো সেখানে নেই। কিন্তু শেষ দেখা যাচ্ছে। তবে এই সুযোগ কাজে লাগাতে বিশ্বের পদক্ষেপ নেওয়া দরকার।
তিনি আরো বলেন, যদি আমরা এখন এই সুযোগ না গ্রহণ করি, তাহলে আমরা করোনার আরো ধরন, আরো মৃত্যু, আরো বাধাবিঘ্ন, আরো অনিশ্চয়তার ঝুঁকিতে থাকব।
তবে ডাব্লিউএইচওর করোনা সংক্রান্ত কারিগরি বিষয়ের প্রধান মারিয়া ভ্যান কেরখোভ বলেন, তারা জানেন- সংস্থাটির কাছে করোনা সংক্রমণের যে তথ্য আসছে, তা প্রকৃত নয়। তারা মনে করেন, সংক্রমণের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি।