1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

সিরিয়ার রুশ বিমান হামলায় নিহত ৪৫

  • প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৮ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ছবি সূত্র : স্পুটনিক।
অনলাইন ডেস্ক

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে শনিবার রাশিয়ার বিমান হামলায় সন্ত্রাসী গোষ্ঠী আল-নুসরার প্রায় ৪৫ যোদ্ধা নিহত হয়েছে। সিরিয়ায় রাশিয়ার রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান মেজর জেনারেল ওলেগ ইয়েগোরোভ রবিবার এ তথ্য জানিয়েছেন, খবর স্পুটনিক নিউজের।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ইয়েগোরোভ বলেছেন, ‘শনিবার রাশিয়ান বিমান বাহিনীর একটি দল ইদলিব প্রদেশের শেখ ইউসুফ এলাকায় আল-নুসরা সন্ত্রাসী সংগঠনের ঘাঁটিতে বিমান হামলা চালায়।’

তিনি আরো বলেছেন, ‘হামলায় একটি অস্ত্রের গুদাম এবং দুটি সামরিক সরঞ্জামের গুদাম ধ্বংস হয়েছে। এ ছাড়া ৪৫ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে, যার মধ্যে ফিল্ড কমান্ডার বিলাল সাইয়িদ এবং আবু দুজানা আল-দিরি রয়েছেন।’

হামলায় নিহতরা সিরিয়ার সৈন্য ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার পাশাপাশি ইদলিবে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলেও জানিয়েছেন তিনি।

ইয়েগোরোভ উল্লেখ করেছেন,সন্ত্রাসী গোষ্ঠীর জঙ্গিরা সিরিয়ার ইদলিব ডি-এসকেলেশন জোনে একদিনে পাঁচটি সামরিক হামলা চালিয়েছিল।

সূত্র : স্পুটনিক নিউজ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST