সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে শনিবার রাশিয়ার বিমান হামলায় সন্ত্রাসী গোষ্ঠী আল-নুসরার প্রায় ৪৫ যোদ্ধা নিহত হয়েছে। সিরিয়ায় রাশিয়ার রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান মেজর জেনারেল ওলেগ ইয়েগোরোভ রবিবার এ তথ্য জানিয়েছেন, খবর স্পুটনিক নিউজের।
ইয়েগোরোভ বলেছেন, ‘শনিবার রাশিয়ান বিমান বাহিনীর একটি দল ইদলিব প্রদেশের শেখ ইউসুফ এলাকায় আল-নুসরা সন্ত্রাসী সংগঠনের ঘাঁটিতে বিমান হামলা চালায়।’
তিনি আরো বলেছেন, ‘হামলায় একটি অস্ত্রের গুদাম এবং দুটি সামরিক সরঞ্জামের গুদাম ধ্বংস হয়েছে। এ ছাড়া ৪৫ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে, যার মধ্যে ফিল্ড কমান্ডার বিলাল সাইয়িদ এবং আবু দুজানা আল-দিরি রয়েছেন।’
হামলায় নিহতরা সিরিয়ার সৈন্য ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার পাশাপাশি ইদলিবে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলেও জানিয়েছেন তিনি।
ইয়েগোরোভ উল্লেখ করেছেন,সন্ত্রাসী গোষ্ঠীর জঙ্গিরা সিরিয়ার ইদলিব ডি-এসকেলেশন জোনে একদিনে পাঁচটি সামরিক হামলা চালিয়েছিল।