ম্যাচের শুরুতেই গোল পেলেন মেসি। তার গোলটি যেন ফিরিয়ে নিয়ে আসলো বার্সেলোনার হয়ে মাঠ মাতানো সেই পুরোনো মেসিকে। নেইমারের সাথে ওয়ান টু ওয়ান করে ডি বক্সের ভেতর থেকে দারুন ওয়ান টাচে গোলরক্ষককে বোকা বানালেন এই আর্জেন্টাইন তারকা। সেই গোলই ব্যবধান গড়ে দিলো ম্যাচের।
লিঁওর মাঠে অনুষ্ঠিত হওয়া ম্যাচে ০-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। নেইমার জুনিয়রের অ্যাসিস্ট থেকে ম্যাচের ভাগ্যনির্ধারণী একমাত্র গোলটি করেছেন লিওনেল মেসি।
দারুন এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছে পিএসজি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে সমান ৮টি ম্যাচ শেষে দ্বিতীয়স্থানে থাকা মার্সেইয়ের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে প্যারিসিয়ানরা।
শুরুতে গোল হজম করলেও লিঁওর গোলরক্ষক এন্থনি লোপেস পরে হয়ে উঠলেন যেন চীনের প্রাচীর। একাধিকবার হতাশ করলেন মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপেকে।
সুযোগ কম পাননি স্বাগতিক দলের খেলোয়াড়রাও। তবে গোলমুখে নিদারুণ ব্যর্থতাতেই হার এড়াতে পারেনি তারা।
৮ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান দৃঢ় করল পিএসজি। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মার্সেই।