1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জন্মদিনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৯২ পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির এর সভাপতি অন্যতম প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি চলচ্চিত্রের মহানায়ক বঙ্গবন্ধুর আদর্শের সাংস্কৃতিক কর্মীদের অভিভাবক জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত আস্থাভাজন এম,এ আলমগীর সাধারণ সম্পাদক মুখপাত্র জোটের অন্যতম প্রতিষ্ঠাতা অরুণ সরকার রানা সহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সকলের পক্ষ থেকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দীর্ঘায়ু কামনা করেছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

৬ ইঅক্টোবর জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শার‌মিন চৌধুরীর জন্মদিন। তিনি জাতীয় সংসদের রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সম্মানিত সংসদ সদস্য। এ আসনে পরপর দুবার সংসদ সদস্য হয়ে তিনি বাংলাদেশ জাতীয় সংসদে স্পীকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্পীকারের সং‌ক্ষিপ্ত জীবনীঃ
১৯৬৬ সালের ৬ অক্টোবর ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকায় জন্মগ্রহণ করেন।নোয়াখালীর জেলার চাটখিল উপজেলার রফিকুল্লাহ চৌধুরী এবং প্রফেসর নাইয়ার সুলতানা। তার বাবা সিএসপি অফিসার ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব। আর মা ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ছিলেন।

তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে এপ্রিল, ২০১৩ তারিখে নির্বাচিত হয়েছেন। মাত্র ৪৬ বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ স্পিকার দায়িত্ব পালন শুরু করেন। এরপূর্বে তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।

তার দাদা পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি সিকান্দার আলী। তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন ফার্মাসিউটিক্যালস কোম্পানীর পরামর্শক হিসেবে কাজ করছেন। তাঁদের সংসারে এক পুত্র ও এক কন্যা রয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

তিনি ১৯৮৩ সালে ঢাকা বোর্ডে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান, ১৯৮৫ সালে এইচএসসি একই বোর্ডে মানবিক বিভাগে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও ১৯৯০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম-এ ফার্স্ট ক্লাস ফাস্ট হন। এরপর ১৯৯২ সালে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত আইনজীবী হিসেবে যোগদান করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে তাঁর ১৫ বছর এডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০০০ সালে তিনি যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আইনে পিএইচডি লাভ করেন। তার গবেষণার বিষয়বস্তু হল সংবিধানিক আইন ও মানবাধিকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST