‘ছোট-বড়’ বিভিন্ন অপরাধের অভিযোগে সৌদি আরবে ১৬ হাজার ২৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৬ অক্টোবর থেকে শুরু করে ১২ অক্টোবর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলার যৌথ বাহিনী তাদের গ্রেপ্তার করে।
সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে ৯ হাজার ৪০২ জনের বিরুদ্ধে আবাসিক নিয়ম লঙ্ঘন, ৪ হাজার ২২৫ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা নিয়ম ভঙ্গ এবং ২ হাজার ৬১৬ জনের বিরুদ্ধে কাজের আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া ৩০১ জনের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরব ঢুকে পড়ার অভিযোগ আনা হয়।
এদের মধ্যে ৩৭ শতাংশ ইয়েমেনি, ৫৮ শতাংশ ইউথোপিয়ান এবং ৫ শতাংশ অন্যান্য দেশের।
এদের মধ্যে আবার ১৮ জনকে অবৈধদের বসবাসের সুযোগ দানের অভিযোগ গ্রেপ্তার করা হয়।
সৌদি আরবে বর্তমানে ৫০ হাজার ১৩২ জনের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ এনেছে দেশটির কর্তৃপক্ষ।
এর মধ্যে ৪৬ হাজার ৪১৬ জন পুরুষ এবং ৩ হাজার ৭১৬ জন নারী।
সৌদি আরবের ইন্টারিয়র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কেউ যদি অবৈধ কাউকে বসবাসের সুযোগ দেয় তাহলে সেই অভিযোগ তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া বিধান রয়েছে। এছাড়া ১ মিলিয়ন সৌদি রিয়াদ জরিমানার বিধান আছে।