1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

নেইমারের গোলে মার্সেইকে হারালো পিএসজি

  • প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২০৫ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন লিওনেল মেসি। সুবাদে মার্সেইয়ের বিপক্ষে একের পর এক আক্রমণ করে গেল পিএসজি। কিলিয়ান এমবাপে হারালেন একাধিক সুযোগ। তার পাস থেকেই অবশ্য ব্যবধান গড়ে দিলেন নেইমার। ফলস্বরূপ জয়ের পথে ফিরল ক্রিস্তফ গ্যালতিয়েরের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল ফরাসি চ্যাম্পিয়নরা।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে নিজেদের মাঠে সোমবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ১-০ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা। দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।

প্রথমার্ধেই গোলটি করেন নেইমার। দ্বিতীয়ার্ধে মার্সেই অনেকটা সময় একজন কম নিয়ে খেললেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার সঙ্গে দুইবার ১-১ ড্র করার মাঝে লিগ ওয়ানে গত রাউন্ডে রাঁসের মাঠে গোলশূন্য ড্র করেছিল তারা।

১১ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। তাদের সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লরিয়ঁ দুইয়ে, ২৪ পয়েন্ট নিয়ে লঁস তিনে আছে। চার নম্বরে মার্সেইয়ের ২৩ পয়েন্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST