প্রত্যাশা পূরণ হলো সমর্থকদের। সর্বশেষ মৌসুমে জাদুকরী পারফরম্যান্সের আরেকটি স্বীকৃতি পেলেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। ২০২২ সালের ব্যালন ডি’অর জিতে নিলেন এই ফরাসী সুপারস্টার।
ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার ডি শ্যাটেলেটে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে বেনজেমার হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার, ব্যালন ডি অর ২০২২।
তাতে ফুরাল ফ্রান্সের দীর্ঘ অপেক্ষাও। সুদীর্ঘ দুই যুগ পর ব্যালন ডি অর জিতলেন ফ্রান্সের কোনো ফুটবলার। বেনজেমার আগে সবশেষ ১৯৯৮ সালে জিতেছিলেন জিনেদিন জিদান।
দেশ হিসেবে সবচেয়ে বেশি ৭টি ব্যালন ডি অর নিয়ে আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, পর্তুগাল ও জার্মানির পাশে বসল ফ্রান্স। আর্জেন্টিনার হয়ে সবগুলোই জেতেন মেসি, ব্যক্তিগতভাবে যা সর্বোচ্চ।