মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞা হুমকিকে পাশ কাটিয়ে রাশিয়াকে আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান।
মঙ্গলবার (১৮ অক্টোবর) ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ও দুই কূটনীতিকের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, ৬ অক্টোবর ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার, রেভ্যুলুশনারি গার্ডের দুই সিনিয়র কর্মকর্তা ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক কর্মকর্তা অস্ত্র সরবরাহের বিষয়ে রাশিয়ার সাথে আলোচনার জন্য মস্কো সফর করেন। ওই সময় তেহরানের সঙ্গে চুক্তিতে সম্মত হয় মস্কো।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক কূটনীতিক বলেছেন, ‘‘রাশিয়ানরা আরও ড্রোন এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য বলেছিল, বিশেষ করে ফতেহ এবং জোলফাঘর ক্ষেপণাস্ত্র।’’
এক পশ্চিমা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘‘ইরান ও রাশিয়ার মধ্যে জোলফাঘরসহ ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপযোগ্য স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য একটি চুক্তি হয়েছে।’’
ইরানি কূটনীতিক বলেছেন, ‘‘এগুলি কোথায় ব্যবহার করা হচ্ছে তা বিক্রেতার বিষয় নয়। আমরা পশ্চিমাদের মতো ইউক্রেন সংকটে পক্ষ নিই না। আমরা কূটনৈতিক উপায়ে সংকটের অবসান চাই।’’