ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে আফগানিস্তান। কিন্তু মাটি কামড়ে লড়লেন আফগান বোলাররা। ১১২ রানের সামান্য পুঁজি নিয়ে নেমেও ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে ভূমিকম্প ঘটালেন রশিদ খানরা। ১১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাভিশ্বাস উঠল জস বাটলারদের। কোনও মতে টেনেটুনে ইংল্যান্ড ১১ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল।
শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের দিনের দ্বিতীয় ম্যাচটিতে তুলনামূলক দুর্বল আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা দল। তবে দশ নম্বরে থাকা দলকে হারাতে তাদের বেশ বেগ পেতে হল। খুব সহজে তারা জয় পায়নি।
ব্রিটিশ বোলাররা কিন্তু এ দিন বরং কার্যকর ভূমিকা নিয়েছেন। যে বোলিংকে ইংল্যান্ডের দূর্বল জায়গা বলা হচ্ছিল। আর ব্যাটিং অর্ডার ছিল তাদের শক্তিশালী জায়গা। কিন্তু এ দিন বিষয়টি উল্টোই ঘটল। বোলাররাই দাপটের সঙ্গে মাত্র ১১২ রানে গুটিয়ে দেন আফগানিস্তানকে।
টস হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ব্যাটিং অর্ডার একেবারে মুখ থুবড়ে পড়ে। স্যাম কারান, বেন স্টোকসদের দাপটে ১৯.৪ ওভারে মাত্র ১১২ রানে অল আউট হয়ে যায় আফগানরা। ইব্রাহিম জাদরানের ৩২ এবং উসমান ঘানির ৩০ -এর বাইরে বাকিদের অবস্থা তথৈবচ। নাজিবুল্লাহ জাদরান ১৩ এবং রহমানুল্লাহ গুরবাজের ১০-এর বাইরে দুই অঙ্কের ঘরেই কেউ পৌঁছতেই পারেননি।
একাই ৫ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের স্যাম কারান। ২টি করে উইকেট নিয়েছেন বেন স্টোকস এবং মার্ক উড। ১ উইকেট নিয়েছেন ক্রিস ওকস।
মাত্র ১১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ব্যাটিংয়ের ভিতও কিন্তু নড়ে গিয়েছিল। ১০০ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে বসে থাকে তারা। আফগানিস্তানের বোলারদের মিলিত আক্রমণে কিছুটা নড়বড়ে হয়ে গিয়েছিল ব্রিটিশদের ব্যাটিং অর্ডার। তবে রানের লক্ষ্য কম থাকায় এ যাত্রায় রক্ষা পেয়েছে ইংল্যান্ড।
ব্রিটিশদের হয়ে সর্বোচ্চ রান লিয়াম লিভিংস্টোনের। তিনি ২১ বলে অপরাজিত ২৯ করেছেন। ওপেন করতে নেমে জস বাটলার ১৮ (১৮ বলে), অ্যালেক্স হেলস ১৯ (২০ বলে)- খুব বেশি কিছু করতে পারেননি। মালান ১৮ (৩০ বলে) করে আউট হন। বেন স্টোকস মাত্র ৪ বলে ২ করেন। হ্যারি ব্রুক ৬ বলে ৭ করেন। পরে লিভিংস্টোনের সঙ্গে ১০ বলে অপরাজিত ৮ করে ক্রিজে ছিলেন মইন আলি। ১৮.১ ওভারে ৫ উইকেটে তারা ১১৩ রান করে। ১১ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড।
আফগানিস্তানের ফজলহক ফারুকি, মুজিব উর রহমান, রশিদ খান, ফরিদ আহমেদ, মহম্মদ নবি ১টি করে উইকেট নিয়েছেন। ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ইংল্যান্ডের স্যাম কারান।
A winning start for England in the Super 12 💪🏻#T20WorldCup | #ENGvAFG pic.twitter.com/AWE9x6uRxn
— ICC (@ICC) October 22, 2022