1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

এক এনআইডিতে ১৫টির বেশি সিম থাকলে বন্ধ হয়ে যাবে সংযোগ

  • প্রকাশিত: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৫৭ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ছবি প্রতীকী
অনলাইন ডেস্ক

একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডের অধীনে ১৫টির বেশি নিবন্ধিত সিম (সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল) কার্ড নিষ্ক্রিয় করতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

গ্রাহককে নিজ উদ্যোগে সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত সিম বন্ধের এ কাজটি করতে হবে। এজন্য তাদের ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

সম্প্রতি বিটিআরসি ৭২৩,৯২৩টি এনআইডির অধীনে মোট ৩.১৩ মিলিয়ন গ্রাহক পরিচয় মডিউল (সিম) চিহ্নিত করেছে।

বিটিআরসির সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহক তার এনআইডির (পাসপোর্ট, জন্মসনদ বা ড্রাইভিং লাইসেন্স) অধীনে সর্বাধিক ১৫টি সিম নিবন্ধন করতে পারবেন।

এজন্য ৩ মিলিয়নেরও বেশি সিম নিষ্ক্রিয় করতে কয়েকটি ব্যবস্থা নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

কমিশন জানিয়েছে, বিটিআরসির কেন্দ্রীয় বায়োমেট্রিক্স ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম সিমগুলো রেকর্ড করেছে ও তালিকাগুলো সংশ্লিষ্ট অপারেটরদের কাছে পাঠিয়েছে।

এরপর অপারেটররা এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের সিমের সংখ্যা ১৫-তে নামিয়ে আনার অনুরোধ জানায়।

২০১৬ সালের জুনে বিটিআরসি প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ ২০টি সিম ব্যবহার করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

২০১৭ সালের অক্টোবরে এই সিদ্ধান্তটি সংশোধন করে এ সংখ্যা ১৫টিতে নির্ধারণ করে।

এর আগে, ১৫টির বেশি সিম কার্ড গ্রাহকদের নিজ নিজ কাস্টমার কেয়ার সেন্টার থেকে অতিরিক্ত সিম কার্ড নিষ্ক্রিয় করার জন্য অনুরোধ করেছিল বিটিআরসি।

একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে কতটি সিম নিবন্ধিত রয়েছে, তা দুটি পদ্ধতিতে জানা যাবে।

মোবাইল ফোন থেকে *১৬০০১# নম্বরে ডায়াল করলে ফিরতি বার্তায় গ্রাহকের তার এনআইডির শেষ চার সংখ্যা জানতে চাওয়া হবে। তা লিখে পাঠালে ফিরতি খুদে বার্তায় ওই গ্রাহকের নামে নিবন্ধিত সিমের সংখ্যা জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া এনআইডি নম্বরের শেষ চার সংখ্যা বা ডিজিট লিখে ১৬০০১ নম্বরে খুদে বার্তা পাঠিয়েও একটি এনআইডির বিপরীতে নিবন্ধিত সিম সংখ্যা জানা যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST