টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো পাকিস্তান। এই নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হলো কিউইদের।
কিডনিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ৫ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।
রান তাড়া করতে শুরুতেই জীবন পান বাবর। শুরুতেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ক্যাচ হাতছাড়া করেন ডেভন কনওয়ে। শুরুর সেই সুযোগ কাজে লাগিয়ে ১০৫ রানের ওপেনিং জুটি গড়েন বাবর-রিজওয়ান। সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে ৪৭ রান করা বাবর এবার ৪২ বলে করেন ৫৩ রান।
এরপর হারিস-রিজওয়ান জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ৪৩ বলে ৪৭ করে আউট হন রিজওয়ান। হারিস করেন ২৬ বলে ৩০। এতেই সহজে জয় তুলে নেয় পাকিস্তান।
বুধবার (৯ নভেম্বর) সিডিনিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদির বলে আউট হয়ে দলীয় ৪ রানে প্যাভিলিয়নে ফেরেন ফিন অ্যালেন। প্রথম উইকেট হারিয়ে শুরুতেই রানের গতি কমে যায় নিউজিল্যান্ড।
কেন উইলিয়ামসন ও কনওয়ে ব্যাট হাতে রান পেলেও খুব দ্রুত রান তুলতে ব্যর্থ হয় তারা। কিউই ব্যাটার মিচেলের ৩৫ বলে ৫৩ রানের পাশাপাশি উইলিয়ামসন ৪২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের আফ্রিদি দুইটি ও নেওয়াজ এক উইকেট লাভ করেন।