মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে অ্যারিজোনার সিনেট আসনটি জিতে আপাতত নিরাপদ অবস্থানে আছে ডেমোক্র্যাটিক দল। ফলাফল অপ্রকাশিত থাকা বাকি দুটি আসনের একটিতে জিতলেই উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ থাকবে প্রেসিডেন্ট জো বাইডেনের দলের হাতে। অন্যদিকে দুটি আসনেই জিততে হবে রিপাবলিকানদের।
নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও রিপাবলিকানদের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে ডেমোক্রেটিক দল। নতুন করে ফল প্রকাশিত হওয়া পাঁচ আসনেই জয় পেয়েছে তারা। তবে এই সাফল্যের পরেও নিম্নকক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে যাবে বলেই মত বিশ্লেষকদের।
অ্যারিজোনায় নির্বাচনের দিনের ভোট গণনার পর দুই দলের প্রার্থীই ছিলেন প্রায় সমানে সমান অবস্থানে। তবে আগাম ভোট গণনা শুরু হতেই এগিয়ে যান ডেমোক্র্যাটিক প্রার্থী মার্ক কেলি। তিনি পেয়েছেন মোট ৫১ দশমিক ৮ শতাংশ ভোট। রিপাবলিকান প্রার্থী ব্লেক মাস্টার্স পেয়েছেন ৪৬ দশমিক ১ শতাংশ ভোট। দুইজনের ভোটের ব্যবধান এক লাখেরও বেশি।
মোট ১০০ সিনেট আসনের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়া ৯৮টিতে দুই দলের জয় সমান ৪৯টি। ফলাফল বাকি আছে নেভাদা আর জর্জিয়ায়। এর মধ্যে দুই দল একটি করে আসন জিতলেও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের টাই-ব্রেকিং ভোটে এগিয়ে থাকবে ডেমোক্র্যাটরা।
তবে খুব উচ্ছ্বসিত হওয়ার সুযোগ নেই বাইডেনদের। কারণ নেভাদায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ৯৪ শতাংশ ভোট গণনা শেষে মাত্র ৮২১ ভোটে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী। এই নেভাদায় রিপাবলিকানরা জিতলে দলটির সিনেট আসন সংখ্যা হবে ৫০। তখন উচ্চকক্ষের নিয়ন্ত্রণ নির্ভর করবে জর্জিয়ার ওপর। সেখানে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আগামী ৬ ডিসেম্বর আবার ভোট হবে।
অন্যদিকে নেভাদায় ডেমোক্র্যাটরা জিতলে তাদের আর জর্জিয়ার ফলের দিকে তাকিয়ে থাকতে হবে না।
সূত্র : সিএনএন।