1. admin@jationews24.com : admin :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

বিএনপিসহ দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্র প্রতিরোধে দেশব্যাপী সাংস্কৃতিক আন্দোলনের আহ্বান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের

  • প্রকাশিত: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩৯৩ পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক

আজ কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপিসহ দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিরোধে দেশব্যাপী সাংস্কৃতিক আন্দোলন করে তোলার আহ্বান জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

আজ বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ থেকে জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

জাতীয় নিউজ ২৪

Advertisements

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক একুশের প্রতাপ প্রাপ্ত অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরী সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের। আলোচনায় অংশ নেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি স্বাধীন বাংলাদেশ কেন্দ্রের শব্দ সৈনিক কণ্ঠশিল্পী ডক্টর মনোরঞ্জন ঘোষাল, সহ-সভাপতি চিত্রনায়ক শাকিল খান, বঙ্গবন্ধু সংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা সাংগঠনিক সম্পাদক সুজন হালদার,দপ্তর সম্পাদক জয়দেব রায়, আশরাফুজ্জামান মিতু মাদবর, চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, লায়ন মিজানুর রহমান মিজান, কণ্ঠশিল্পী লিসাকালাম, অভিনেত্রী পারুল আক্তার লোপা, অভিনেত্রী সোনিয়া পারভিন শাপলা, রাজ সরকার, ডক্টর নাহিদ হোসাইন, মাসুদ করিম।

প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার কথা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন জেনারেল জিয়াউর রহমান। বিনা বিচারে হাজার হাজার মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের হত্যা করেছেন। বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করেছিলেন জেনারেল জিয়াউর রহমান। বিএনপি হচ্ছে একটি অবৈধ রাজনৈতিক দল। খালেদা জিয়া, তারেক জিয়া স্বাধীনতা বিরোধীদের নিয়ে সরকার গঠন করেছিলেন। তারেক জিয়ার নির্দেশে একুশে আগষ্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামীলীগকে নেতৃত্ব শূণ্য করার জন্য বোমা হামলা চালিয়েছিলেন। আওয়ামীলীগকে ধ্বংশ করার জন্য যা যা করার সবই করেছিলেন তারেক জিয়া।

জাতীয় নিউজ ২৪

Advertisements

২০১৩-২০১৪ সালে অগ্নী সন্ত্রাস, নৈরাজ্যকারী, মানুষ হত্যাকারী, মানব অধিকার লংঘন কারী, বিএনপি দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না। আবারো বিদেশে পলাতক দন্দপ্রাপ্ত আসামী তারেক জিয়া মুসলিকা দিয়ে বিদেশে পালিয়ে গিয়েছিল। লন্ডনে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে রাজনীতি দুভাগে বিভক্ত, একটি স্বাধীনতা বিরোধী শক্তি এরই নেতৃত্ব দিচ্ছেন বিএনপি। আর একটি হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি সকল অপ তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশের কোন উন্নয়ন করতে পারেনি। দেশের টাকা লুটপাট করে নিয়ে গেছে তারেক জিয়া। জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে তার ১৬ ভাগের এক ভাগও বিএনপি সরকার করতে পারেনি। বিএনপিসহ দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিরোধেদেশব্যাপী সাংস্কৃতিক আন্দোলন করে তোলার আহ্বান জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। জাতির পিতার স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST