1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

কিয়েভের প্রায় ৭০ ভাগ বিদ্যুৎহীন, দুর্ভোগে মানুষ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩১৮ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
দোকানের ব্যবসা চলছে মোমবাতির আলোয়- ছবি:নুর ফটো/বিবিসি
অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় ৭০ ভাগ স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিদ্যুৎহীন ছিল। এদিকে শহরের পানি সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রসহ জ্বালানি স্থাপনায় রাশিয়ার অব্যাহত হামলার কারণে ইউক্রেন জুড়ে বিদ্যুৎ সরবরাহ নানা মাত্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, জ্বালানি কম্পানিগুলো যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ চালু করার চেষ্টা করছে। তবে এটি জাতীয় গ্রিডের ‘ভারসাম্যের ওপর’ নির্ভর করবে।

শীত শুরু হয়ে যাওয়ায় ইউক্রেন জুড়ে তুষারপাত হচ্ছে। তাপমাত্রা ইতিমধ্যে শূন্য ডিগ্রির নিচে নেমে যাচ্ছে। এ অবস্থায় বিদ্যুৎ না থাকায় মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

বৃহস্পতিবার সকালে কিয়েভ ছিল ঘন কুয়াশায় মোড়া। কাছাকাছি ভবনের আকারগুলো কোনমতে বোঝা যাচ্ছিল। আলো বলতে শুধু দেখা যাচ্ছিল গাড়ির হেডলাইট।

রাজধানীর অনেক লোক এখন তাদের কাজের জায়গাকেই শীত থেকে বাঁচার উপায় হিসাবে দেখছে, কারণ সেখানে অন্তত ঘর গরমের ব্যবস্থা সবসময় চালু থাকছে। বাড়িতে যা নেই।

কিয়েভের অনেকেই দৃশ্যত বর্তমান কষ্টকে বাস্তবতা হিসেবে মেনে নিয়েছেন। তারা এর মধ্যেই কাজ চালিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করছেন। ক্রমেই বেশিসংখ্যক মানুষ  লাইনের বিদ্যুতের বিকল্প হিসাবে জেনারেটর সংগ্রহ করছেন।

ট্যাপের পানিও আর পাওয়ার নিশ্চয়তা নেই। বুধবারের সর্বশেষ দফা ক্ষেপণাস্ত্র হামলার আগে থেকেই এ অবস্থা ছিল।

সূত্র: বিবিসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST