1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

ইইউর কাজ আবেগের ওপর ভিত্তি করে, অভিযোগ ক্রেমলিনের

  • প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৩২৪ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ-ছবি:এএফপি
অনলাইন ডেস্ক

ইউরোপীয় পার্লামেন্ট কাজ করেছে আবেগের ওপর ভিত্তি করে। এতে রয়েছে পেশাদারত্বের অভাব। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রবিবার রাশিয়ার মিডিয়াকে এ কথা বলেছেন।

তাস বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো ইউরোপীয় পার্লামেন্টের সংকল্পকে তেমন একটা বিবেচনায় নিচ্ছে না।

ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইইউ সম্প্রতি রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ হিসেবে চিহ্নিত করে। তারই পরিপ্রেক্ষিতে ক্রেমলিনের এ মন্তব্য এসেছে। ইইউর পদক্ষেপটি আইনগতভাবে বাধ্যতামূলক নয়, বরং মূলত প্রতীকী।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে খবরে বলা হয়, ‘এটি গোপনীয় নয় যে, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় পার্লামেন্ট আমাদের জন্য কমই ভালোবাসা দেখিয়েছে। তার বিনিময়ে, সেখানে কী ঘটছে তা বিবেচনায় নেওয়ার বিষয়েও আমাদের আগ্রহ খুব কম।’

পেসকভ আরো বলেন, ‘আবেগ একটি পরিবর্তনযোগ্য জিনিস। আজ তারা রাশিয়া নিয়ে আতঙ্কিত। কাল উদ্বিগ্ন হবে অন্য কিছু নিয়ে। তারপর হয়তো স্পষ্টতার ক্ষণ আসবে।’

 পেসকভ আরো বলেন, রাশিয়া মনে করে, ইউরোপীয় পার্লামেন্টের পদ্ধতির মধ্যে পেশাদারত্বের অভাব রয়েছে।

সূত্র : আলজাজিরা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST