1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

ময়মনসিংহে সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোকন সাধারণ সম্পাদক মোস্তফা নির্বাচিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৮৬ পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, দিলীপ কুমার দাস

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) কার্যকরি কমিটির নির্বাচনে সভাপতি পদে আতাউল করিম খোকন এবং সাধারণ সম্পাদক হিসেবে মীর গোলাম মোস্তফা পুন:নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার জগদীশ চন্দ্র সরকার। এর আগে সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন চলে। নির্বাচনে ৬৭জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

এছাড়াও সহ-সভাপতি পদে জিয়াউদ্দিন আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে সুলতান মাহমুদ কনিক জয়ী হন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর কবির জুয়েল, প্রচার সম্পাদক পদে ইলিয়াস আহমেদ এবং কার্যকরী সদস্য পদে হারুনুর রশিদ, শরীফুজ্জামান টিটু ও বিপ্লব বসাককে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আবুল কাসেম ও শাহিদুল আলম খসরু।

নির্বাচন পর্যবেক্ষণ করেন জেলা জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা শহিদুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST