কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে ষষ্ঠবারের মত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা।
কাতারের লুসাইল স্টেডিয়ামে প্রথমার্ধের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে এগিয়ে দেন লিওনেল মেসি। ৫ মিনিট আল্ভারেজের অসাধারণ গোলে এগিয়ে যায় দিগুণ গোলে। প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা। বিরতি থেকে ফিরে ৬৯ মিনিটে আবারও গোল দেন আলভারেজ। মেসির অসাধারণ পাস থেকে এই গোল দেন তিনি। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জিতে আর্জেন্টিনা।
আগামীকাল ফ্রান্স-মরক্কো ম্যাচের জয়ী দল ১৮ তারিখ ফাইনালে লড়বে স্কালোনির শিষ্যরা।