সদ্য সমাপ্ত বছরটা ছিলো লিওনেল মেসির। ২০২২ সালে অবিশ্বাস্য পারফর্মেন্স ছিলো এই তারকার। কাতার বিশ্বকাপ ২০২২ এ আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন এই ক্ষুদে জাদুকর।
২০২২ সাল যেন পুরোপুরি মেসিময় ছিলো। অসাধারণ খেলেছেন বছরজুড়ে। পুরো বছরে ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে ৩০টি অ্যাসিস্ট করেছেন তিনি।
আর এই অসাধারণ নৈপুন্য তাকে এনে দিয়েছে বিশ্বের সেরা প্লে-মেকারের পুরষ্কার। আইএফএফএইচএস বিশ্বের সেরা প্লে-মেকার হিসেবে নির্বাচিত করেছে মেসিকে।
বছর জুড়ে ৩০টি অ্যাসিস্ট এবং ১০২টি সুযোগ তৈরি করা মেসির পয়েন্ট ১৭০। দ্বিতীয় স্থানে আছেন লুকা মড্রিচ। তার পয়েন্ট ১১৫। তিনে আছে কেভিন ডি ব্রুইন, বার্নার্দো সিলভা এবং পাঁচে আছেন বুনো ফার্নান্দেজ।
ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে রেকর্ড পঞ্চমবারের মতো আইএফএফএইচএসের বর্ষসেরা প্লেমেকারের পুরস্কার জিতলেন মেসি। চারবার এই পুরস্কারটি জিতেছেন মেসির সাবেক সতীর্থ এবং বর্তমান বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।
এছাড়া এই পুরস্কারটি দুইবার করে জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা এবং কেভিন ডি ব্রুইন।