1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন

ইসরায়েলে স্কুলে ড্রোনের আঘাত

  • প্রকাশিত: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৫০ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ইসরায়েলের ইলাতে বিস্ফোরণের দৃশ্য। ছবি : সংগৃহীত

জাতীয় নিউজ ২৪ অনলাইন ডেস্ক 

একটি অজ্ঞাত ড্রোন দক্ষিণ ইসরায়েলের ইলাত শহরে স্কুলে আঘাত করেছে বলে দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে। জরুরি পরিষেবাগুলোর মতে, এতে কেউ আহত হয়নি। শুধু হালকা ক্ষতির খবর পাওয়া গেছে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ড্রোনের পরিচয় এবং ঘটনার বিবরণ পর্যালোচনা করা হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি আন্দোলন ইসরায়েলের ওপর বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। কিন্তু সবগুলো ড্রোনকেই হয় গুলি করা হয়েছে বা ব্যর্থ হয়েছে।

হুথিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য শত্রুতাপরায়ণ ইরান যুক্ত আঞ্চলিক জোটের অংশ, যার মধ্যে লেবাননের হিজবুল্লাহ অন্তর্ভুক্ত রয়েছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে হামাসকে সমর্থন করেছে।

ইসরায়েল থেকে এক হাজার মাইলেরও বেশি দূরে রাজধানী সানাসহ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা শাসন করছে হুথিরা।

২৭ অক্টোবরের একটি ঘটনায় ইসরায়েল বলেছে, লোহিত সাগরের তীরে দুটি মিসরীয় শহরে বিস্ফোরণ ঘটানো ড্রোন হামলার পেছনে হুথিরা ছিল। ইসরায়েলে আঘাত করার উদ্দেশ্যে হামলাটি চালানো হয়েছিল বলে তেল আবিব অভিযোগ করেছে।

সূত্র : রয়টার্স, টাইমস অব ইসরায়েল

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST