1. admin@jationews24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের পরিণতি ভালো হবে না : শেখ হাসিনা

  • প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২০৯ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধনের পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

জাতীয় নিউজ ২৪ অনলাইন ডেস্ক 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা আগুন দিয়ে পোড়াচ্ছে, এদেরকে প্রতিরোধ করতে হবে দেশবাসীর। কারণ জনগণের ভোটের অধিকার অনেক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করেছি। আমরা চাই জনগণের এই ভোটের অধিকারটা অব্যাহত থাকবে এবং ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে।’

আজ শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের মাঝে ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা নিজের মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। নিজ এলাকা গোপালগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘অতীতে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর এ দেশে আমরা দেখেছি যে রাতের অন্ধকারে বন্দুক হাতে নিয়ে ক্ষমতা দখলের পালা চলছিল। অবৈধভাবে ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার জন্য জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে।

এর মধ্যে আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছেন, অত্যাচারিত হয়েছেন; কিন্তু আমরা জনগণের ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করতে পেরেছি। অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের তৈরি করা দলগুলো সব সময় আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছে, জনগণের ওপর অত্যাচার করেছে। এই সংগ্রাম করতে গিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব-এই আন্দোলন করতে যেয়ে যারা জীবন দিয়েছেন আজকে আমি তাদেরকে স্মরণ করি।’

তিনি বলেন, ‘আজকে সেই ২০০৯ সাল থেকে এ পর্যন্ত একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই কিন্তু বাংলাদেশের সামাজিক উন্নতি হয়েছে।

আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আওয়ামী লীগ দেশের সংবিধান মেনে চলে। আটটি বিভাগে দশটি নির্বাচনী ফরম সংরক্ষণের বুথ তৈরি করে দেওয়া হয়েছে। ঢাকা আর চট্টগ্রামে দুটি বুথ থাকবে। আমরা বোর্ড আর তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করব।

শেখ হাসিনা বলেন, ‘যে সমস্ত দল নির্বাচনে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর যাদের মানুষের ওপর আস্থা নেই, বিশ্বাস নেই, দল হিসেবে সুসংগঠিত না, তারাই নির্বাচন বানচালের একটা চেষ্টা করে যাচ্ছে। সামনে জাতীয় নির্বাচন। ইতোমধ্যে তফসিল ঘোষণা হয়ে গেছে। জনগণের ওপর যাদের আস্থা নেই, তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে নির্বাচন বানচালের চেষ্টা যারা করবে তাদের পরিণতি ভালো হবে না।’

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে প্রধানমন্ত্রী সব বুথ ঘুরে দেখেন। কোন প্রক্রিয়ায় মনোনয়ন প্রত্যাশীদের হাতে ফরম তুলে দেওয়া হবে তা তদারকি করেন তিনি।
এর আগে গত বুধবার সন্ধ্যায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST