অনলাইন ডেস্ক
দক্ষিণ লেবাননের একটি হাসপাতালের বাইরে সোমবার ইসরায়েলি হামলায় একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণে সর্বশেষ মারাত্মক হামলার ঘটনা এটি। লেবানিজ সরকারি গণমাধ্যম এবং হাসপাতাল প্রশাসনের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলেছে, শত্রুদের একটি ড্রোন বিনতে জবেইল শহরের সালাহ ঘান্দুর হাসপাতালের কাছে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এতে একজন নিহত এবং অন্যরা আহত হয়েছে। হতাহতরা বেসামরিক কি না তা উল্লেখ করেনি গণমাধ্যমটি।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের শক্তিশালী হিজবুল্লাহ গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ইসলামিক হেলথ কমিটি হাসপাতালটি পরিচালনা করে। এর প্রশাসন জানিয়েছে, একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
আহত চারজনের অবস্থা গুরুতর।এ ছাড়া হামলাস্থলে থাকা এএফপির একজন কন্ট্রিউবিউটর ফটোগ্রাফার হাসপাতালের প্রবেশপথের কাছে একটি পোড়া মোটরবাইক দেখেছেন।৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দক্ষিণ ইসরায়েলে নজিরবহীন হামলা চালালে গাজা যুদ্ধ শুরু হয়। তার পর থেকে হামাসের মিত্র হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে নিয়মিত আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়িয়েছে।
এর আগে রবিবারও দক্ষিণ লেবাননের তিনটি ভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় মোটরবাইক লক্ষ্যবস্তু হয়েছে বলে এনএনএ জানিয়েছে। সেদিন পাঁচ হিজবুল্লাহ যোদ্ধা এবং দুইজন বেসামরিক লোক নিহত হয়েছে।
ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ অবশ্য তাৎক্ষণিকভাবে ঘোষণা করেনি যে সোমবার তাদের কোনো যোদ্ধা নিহত হয়েছে কি না।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজবুল্লাহ আন্তঃসীমান্ত আক্রমণ বাড়িয়েছে। তাদের মতে, গাজার বাসিন্দা ও মিত্র হামাসের সমর্থনে তারা এসব হামলা করছে।
অন্যদিকে ইসরায়েলও লেবাননের ভূখণ্ডে আঘাত করছে। এএফপির তথ্য অনুযায়ী, চলমান সহিংসতায় লেবাননে অন্তত ৪৪১ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই যোদ্ধা। কিন্তু ৮৪ জন বেসামরিক নাগরিকও এ পরিসংখ্যানে রয়েছে। পাশাপাশি সীমান্তের পাশে ১৪ সেনা ও ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে।
এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...