অনলাইন ডেস্ক
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ এবং কাতারের মধ্যে যে পার্থক্য সেটাই ফুটে উঠল ম্যাচে। আজ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কাতারের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ।
কাতারের মাটিতে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৯ম মিনিটেই কাতারকে লিড এনে দেন আব্দুলআজিজ হাতেম। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আকরাম আফিফ। বিরতি পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা।
advertisement
বিরতির পর ম্যাচের ৭২ মিনিটে আলমোয়েজ আলী গোল করে ব্যবধান করেন ৩-০। ৬ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান ৪-০ করেন আলমোয়েজ। এরপর খেলার শেষ মুহূর্তে আকরাম আফিফ আরও একবার বাংলাদেশের জালে বল পাঠান।